Home সারাদেশ মাটিরাঙায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাটিরাঙায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাটিরাঙা থেকে আবুল হাসেম: দিবসটির প্রথম প্রহরে  মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্বাধীনতা সোপানে ফুল দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলী ও কর্মকর্তাবৃন্দ  স্বাধীনতা সোপানে ফুল দেন।

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খাঁন,উপজেলা ও পৌর যুবলীগ,ছাত্রলীগ তাদের দলীয়  নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর মাটিরাঙ্গা উপজেলা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মাটিরাঙ্গা পৌরসভা, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।