বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে কাজ চলাকালীন শ্রমিকদের মাথার উপর হুড়মুড় করে ভেঙে পড়েছে একটি ক্রেন। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।
শনিবার এই দুর্ঘটনা ঘটেছে । হিন্দুস্থান শিপইয়ার্ড বলেছে, ক্রেন কতটা ভার বহন করতে পারবে তারই পরীক্ষা চলছিল শিপইয়ার্ডে। ঠিক সেই মুহূর্তেই ভেঙে পড়ে ওই ক্রেনটি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৃতদের মধ্যে ৪ জন ওই শিপ ইয়ার্ডের স্থায়ী কর্মী। বাকিরা চুক্তিভিত্তিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। কিন্তু তত ক্ষণে ১১ জন মারা গিয়েছেন।
দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, ওই বিশাল আকৃতির ক্রেনটি কী ভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। সেই সময় তার নীচে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা এমনটা ঘটে যাওয়ায় অনেকেই নিজেকে সরাতে পারেননি। ক্রেন চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়।