বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নড়াইল: জেলায় মাদক মামলায় এক নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৯ মার্চ) সকালে জেলার দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ দণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি নারীর নাম শেফালী বেগম (৩৫)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই সদর থানা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির এএসআই মো. শাহাবুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেফালীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রকৃয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার আদালত এ রায় দেন। অভিযুক্ত শেফালী আটক হওয়ার পর কিছু দিন জামিনে মুক্তি পান। সেই থেকে তিনি আদালতে নিয়মিত উপস্থিত হয়ে আসলেও রায়ের ধার্য দিন সোমবার হাজির না হলে আসামির অনুপস্থিতিতেই তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।