মাধবপুরে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। ছবি সংহগৃহীত
মাধবপুর ( হবিগঞ্জ ) থেকে সংবাদদাতা: সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির দায়ে এখানকার দুই দোকানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।দোকান দুটি হল মেসার্স অজিত পালও সুনীল স্টোর। রবিবার (১ মে) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে গোডাউনে তেল মজুদ রাখার অপরাধে মেসার্স অজিত পালকে এক লাখ টাকা ও সুনীল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন জানান, সব দোকানের পেছনে, ওপরতলায় ও গুদাম ঘরে বিপুলসংখ্যক তেলের কার্টুন রয়েছে। বাজারের অন্যতম তেল সরবরাহকারী মেসার্স অজিত পালের দোকানে গিয়ে কোনো তেল পাওয়া যায়নি। তার গুদামঘরে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক তেলের কার্টুন সংরক্ষণ করে রাখা হয়েছে। একই কারণে সুনীল স্টোরকেও জরিমানা করা হয়।