Home সারাদেশ মাধবপুরে সাংবাদিক মাসুদের ওপর সন্ত্রাসী হামলা

মাধবপুরে সাংবাদিক মাসুদের ওপর সন্ত্রাসী হামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাধবপুর ( হবিগঞ্জ ) থেকে: সাংবাদিক মাসুদ লস্করের আশঙ্কা সত্য হলো। তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বৃহস্পতিবার। একদল দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। মাসুদ লস্কর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মাসুদ  লস্কর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন গত ৩০ এপ্রিল। তিনি হবিগঞ্জের country today / বাংলাদেশ সংবাদ প্রতিদিন / চ্যানেল টুয়েন্টি এর সাংবাদিক মাসুদ লস্কর। তিনি জানান,  এলাকার কথিত এক কুখ্যাত মাদক কারবারির কার্যকলাপ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্যোগ নেন। শুরু করেন অনুসন্ধান। সেটা টের পেয়ে যায় ঐ মাদক কারবারি। এপ’সের মাধ্যমে নম্বর হিডেন ফোন থেকে হুমকি দেয় বিরত থাকার। নতুবা প্রাণনাশের কথা জানিয়ে দেয়া হয়। তিনি বিষয়টি অবহিত করে থানায় সাধারণ ডায়েরি করেন এবং জীবনের নিরাপত্তার আবেদন করেন। তবে, আলোচ্য প্রতিবেদনটি তৈরির জন্য অনুসন্ধান অব্যাহত রাখেন। এ অবস্থার মধ্যে ঐ মাদক কারবারি সাঙ্গপাঙ্গ নিয়ে বৃহস্পতিবার শাহপুর রেলগেইট এলাকায় হামলা চালায়। মাথায় ছুরিকাঘাতের চেষ্টা করলে তিনি প্রতিহত করতে বাম হাত এগিয়ে দেন। সে হাতটা রক্তাক্ত জখম হয়েছে। তিনি দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। খবর পেয়ে তার সহকর্মি শাহাদাত ইসলাম মামুন তাকে উদ্ধার করে নিকটস্থ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানা সূত্রে জানা যায়, ইতিমধ্যে ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার তৎপরতা শুরু হয়েছে।

এদিকে, মাসুদ লস্করের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দাবি জানান যে কেবলমাত্র ঐ মাদক কারবারি নয়, তার নেপথ্যে যারা রয়েছ তাদের বিরুদ্ধেও যেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।