Home Third Lead মাধবপুরের ৪ গ্রামে অভিযান, পাখির ফাঁদ ও খাঁচা জব্দ

মাধবপুরের ৪ গ্রামে অভিযান, পাখির ফাঁদ ও খাঁচা জব্দ

মাধবপুরের গ্রাম থেকে জব্দ পাখি শিকারের ফাঁদ ও খাঁচা
১৬ জন পাখি শিকারির  সন্ধান
হৃদয় খান, মাধবপুর ( হবিগঞ্জ ) থেকে:  বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (হবিগঞ্জ) ও র‌্যাব-৯
 হবিগঞ্জ এর যৌথ অভিযানে বিভিন্ন  প্রকার পাখি,  ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়।
বুধবার দিনব্যাপী মাধবপুর উপজেলার বরুয়া, বেলাপুর, কাশিমপুর, কমলপুর গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় ১০ টি ঘুঘুপাখি, ৩ টি শালিক, ৩ টি ডাহুক  উদ্ধার এবং পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, আমরা ১৬টি পাখি শিকারি সন্ধান পেয়েছি যারা এই পাখিগুলো শিকার করেছে।  তাদের  বিরুদ্ধে বন্য প্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ অভিযানে অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করতে সক্ষম হয়েছি। কিছু পাখিও উদ্ধার করতে পেরেছি।
তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরীহ  বন্যপ্রাণীকে হত্যা না করতে তাদেরকে জানানোর জন্য আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন  র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ উপ শাখার এস আই ত্রিপন চাকমা সহ সঙ্গী ফোর্স ও হবিগঞ্জ বন বিভাগের  জিয়াউল হক রাজু পিএম, মোঃ রানা মিয়া পিএম, টিপুল দেব, হবিগঞ্জ পাখি প্রেমিক সোসাইটি সভাপতি সাংবাদিক মুজাহিদ মসি, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক হৃদয় শাহ আলম,  পাখি সংগঠক মোঃ তুষার সহ মাধবপুরস্থ সেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটি সদস্যবৃন্দ।