Home বিনোদন মান্না দে’র জন্মশতবর্ষ উদযাপন

মান্না দে’র জন্মশতবর্ষ উদযাপন

কালজয়ী সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউর ইন্দিরা গান্ধী কালচালারাল সেন্টারে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।

মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীতশিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের সঙ্গীতশিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক পরিবেশনা করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার মান্না দে ১৯১৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। সারা জীবনে ৫ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন মান্না দে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাকে দাদা সাহেব ফালকে সম্মাননায় ভূষিত করা হয়।