Home First Lead ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে চিটাগাং চেম্বার

ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে চিটাগাং চেম্বার

মার্কিন ডলার

মূল্যবৃদ্ধির খেসারত শেষপর্যন্ত ভোক্তাদের ওপর বর্তাবে: মাহবুবুল আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ক্রমাগত মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারক এবং প্রবাসীরা বেশ খোশ মেজাজে থাকলেও আমদানিকারকরা বিশাল ক্ষতির সম্মুখীন। এই প্রেক্ষাপটে চিটাগাং চেম্বার ডলারের মূল্য নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির-এর কাছে এ ব্যাপারে একটি পত্র দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিককালে মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। ১৮ অক্টোবর সোমবার আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৬.২০ টাকা পর্যন্ত। অন্যদিকে খোলা বাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৮৯.৫০ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা এই দাম আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন। গত বছর দেশে করোনা ভাইরাস মহামারী দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল যা সেই সময়ে ডলারের সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়।

চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরণের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও করোনার মধ্যেই সরকার শিল্প কারখানা পুরোদমে খুলে দেয়ার নির্দেশনা প্রদান করায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এর দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। একই সাথে মহামারীগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে তিনি উল্লেখ করেন।

পত্রে তিনি আরও বলেন-দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুন্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার বিশেষ করে ডলারের মূল্য সব সময় গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা প্রদানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ একান্তই অপরিহার্য উল্লেখ করেন। ডলারের বাজারে যেকোন ধরনের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে এবং টাকার মূল্যমান বজায় রেখে দেশের অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিতকল্পে টাকার বিপরীতে ডলারের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্ণরের প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।