Home অন্যান্য মালদ্বীপের কাছেই পড়লো চীনের সেই রকেট

মালদ্বীপের কাছেই পড়লো চীনের সেই রকেট


বিজনেসটুডে২৪ ডেস্ক


ভারত মহাসাগরে আছড়ে পড়েছে নিয়ন্ত্রণহীন লং মার্চ-৫বি রকেটের ধ্বংসাবশেষ— এমনটাই দাবি করেছে চীন।
দেশটির রাষ্ট্রায়াত্ব গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে রোববার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিট (বাংলাদেশ সময় ৮টা ২৪ মিনিটে) ভারত ও শ্রীলঙ্কান দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সেটি ভেঙে পড়ে।
আরেক আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে গিয়ে আছড়ে পড়ে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান, ৮ মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে পড়তে পারে রকেটটি। আবার কখনো বলা হচ্ছিল, ইতালির রাজধানী রোমেও আছড়ে পড়তে পারে রকেটের ধ্বংসাবশেষ। 
গেলো মাসেই চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ-৫বি নামে রকেটটি।