Home আন্তর্জাতিক মাস্ক ছাড়া প্রকাশ্যে রানি এলিজাবেথ

মাস্ক ছাড়া প্রকাশ্যে রানি এলিজাবেথ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এতদিন পর মাস্ক ছাড়াই প্রকাশ্যে এসেছেন। ৯৪ বছর বয়সী এই রাজকর্মকর্তা তার নাতি প্রিন্স উইলিয়ামের সঙ্গে ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে যান। এসময় তার মুখে মাস্ক না থাকলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়।

মার্চের লকডাউনের পর সেই যে বাকিংহাম প্যালেস ছেড়ে উইনসর ক্যাসলে গিয়েছিলেন, আর বের হলেন এখন। ৬৮ বছরের রাজকীয় ক্ষমতাকালে এই প্রথম এতদিন তিনি আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে। টুকটাক যা কাজ করেছেন, সবটাই অনলাইনে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, এই দিনগুলোতে রানি তার রেডবক্সের মাধ্যমে সংসদ থেকে প্রতিনিয়ত আপডেট পেয়েছেন। একই সঙ্গে বরিস জনসন সপ্তাহে একবার করে তার সঙ্গে ফোনে কথা বলেছেন।

ব্রিটিশ সরকার প্রায় সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করলেও রানি তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে মাস্ক ছাড়াই ভ্রমণের সিদ্ধান্ত নেন।

রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, চিকিৎসক এবং বিজ্ঞানীদর সঙ্গে আলোচনার পর রানি মাস্ক ছাড়া বাইরে বের হন।

মা রানি এলিজাবেথ দ্য কুইন মাদারের মৃত্যুর পর ১৯৫২ সালে যুক্তরাজ্যের সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় আসীন থাকা ব্যক্তি।