Home চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ আসনে জাপার মনোনয়ন পেলেন মাহমুদুল

চট্টগ্রাম-১৬ আসনে জাপার মনোনয়ন পেলেন মাহমুদুল

মাহমুদুল ইসলাম চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রামঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সিটি মেয়র, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীকে।

মহাসচিব মুজিবুল হক চুন্নু সোমবার  রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

অপরদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ নভেম্বর থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়। এসময় দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।

মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির বর্তমান প্রেসিডিয়াম সদস্য। তিনি ১৯৭৪ সালের বাঁশখালী ডিগ্রী কলেজের অবৈতনিক শিক্ষক ছিলেন। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি চট্টগ্রাম আদালতের প্রথম শ্রেণীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

১৯৭৯ সালের বিএনপিতে যোগ দিয়ে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-১৫ আসনে থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৮৮-১৯৮৯ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌর কর্পোরেশনের প্রথমে প্রশাসক ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-১৬ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।