Home আন্তর্জাতিক মাহাথির নিজের দল থেকে বহিস্কার

মাহাথির নিজের দল থেকে বহিস্কার

মাহাথির মোহাম্মদ

বিজনেসটুডে২৪ ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বহিষ্কার করেছে তার নিজের গড়া রাজনৈতিক দল।

বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার দেশটির বর্তমান ক্ষমতাসীন দল। যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

দলটি জানায়, গত সপ্তাহে সংসদে অধিবেশনকালীন বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।

৯৫ বছর বয়সী মাহাথির এক সময় ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

-আল জাজিরা