Home বিনোদন কন্টেন্টের জন্য মাটির তলায় মিস্টার বিস্টের ৭ দিন

কন্টেন্টের জন্য মাটির তলায় মিস্টার বিস্টের ৭ দিন

মি বিস্ট

বিজনেসটুডে২৪ ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচিতি মিস্টার বিস্ট নামে। আসল নাম  জিমি ডোনাল্ডসন। পেশা কন্টেন্ট তৈরি। কোটি কোটি ফলোয়ারের জন্য তিনি তৈরি করেন কন্টেন্ট। আর মিস্টার বিস্ট-এর কন্টেন্ট আফলোড হওয়ার সাথে সাথে ভিউ হয়ে যায় লাখ লাখ।

ভিউয়ের জন্য নিজেকে বিপদে ফেলতেও দ্বিধাবোধ করেন না জিমি। সম্প্রতি তাঁর তেমনই একটি স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে মাটির তলায় কফিনবন্দি হয়ে টানা ৭ দিন কাটিয়েছেন।

 

ইউটিউবে মিস্টার বিস্ট-এর ২০ কোটির বেশি ফলোয়ার রয়েছে। তাঁদের জন্যই এই স্টান্টটি করেন জিমি। অত্যাধুনিক একটি কফিনে বন্দি হয়ে মাটির তলায় চলে যান জিমি। সেই কফিনে বালিশ-বিছানা ছিল, যথেষ্ট পরিমাণ পানীয় জল এবং খাবারও ছিল। এছাড়া সেটির ভিতর সেট করা ছিল একধিক ক্যামেরা। সেই ক্যামেরাতেই ভূগর্ভে জিমির এক সপ্তাহের যাবতীয় কার্যকলাপ ধরা পড়েছে।

 

জিমির বন্ধুরা প্রথমে একটি যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে ভূগর্ভে রেখে দেন কফিনবন্দি জিমিকে। তারপর ওই যন্ত্রের সাহায্যেই ২০ হাজার পাউন্ড কাদা-মাটি চাপা দেওয়া হয় কফিনের উপর। মাটির তলা থেকে একটি ওয়াকি টকির সাহায্যে বহির্জগতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মিস্টার বিস্ট।

মার্কিন ম্যাগাজিন ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২১ সালে ইউটিউব থেকে তিনিই সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি। তাঁর কনটেন্টগুলো এই প্ল্যাটফর্মে পেয়েছে এক হাজার কোটিরও বেশি ভিউ। আর সেই সুবাদে ইউটিউব থেকে তাঁর আয় হয়েছে পাঁচ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা।

-ইউটিউব থেকে সংগৃহীত