বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রবিবার থেকে মেঘ কেটে যাবে এবং সূর্যের মুখ দেখা যাবে। আর ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলে শীত জেঁকে বসবে।
সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত আসেনি। বৃহস্পতিবার সারাদিনই আকাশ ছিল মেঘলা। মেঘের কারণে দেখা মেলেনি সূর্যের। কয়েকবার উঁকি দেওয়ার চেষ্টা করেও মেঘের দাপটে তা পারেনি। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। মিগজাউমের জেরে শীত বাধা পড়ছে। মিগজাউমের প্রভাব কমে আসছে এবং এটি এখন দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার পুরো দেশে এবং আগামীকাল শুক্রবার কয়েকটি বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মিগজাউমের প্রভাবে গতকাল বুধবার থেকেই ঢাকাসহ সারা দেশে হালকা বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেছেন, শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। রবিবার থেকে মেঘ কেটে যাবে। দেখা দেবে রোদ।
গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাব যে একেবারে কাটেনি, তার প্রমাণ মিলছে এই মেঘবৃষ্টিতে।