Home সারাদেশ মির্জার সমর্থকদের সাথে সংঘর্ষ

মির্জার সমর্থকদের সাথে সংঘর্ষ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের অনুসারীদের আবার সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (০৫ এপ্রিল) রাতে পৌর এলাকার করালিয়ায় এ ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় বসুরহাট পৌরভবন থেকে কাদের মির্জার শতাধিক সমর্থকদের বের করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

সংঘর্ষে আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের অনুসারী সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ রাহিম (২৭), ছাত্রলীগ নেতা করিম উদ্দিন শাকিল (২৩), রাকিব (২৭) এবং কাদের মির্জার অনুসারী রাসেল (৩২) ও ইউসুফ (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও উপজেলা আ’লীগের নতুন কমিটি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে আগের কয়েক দফা সংঘর্ষ ও হতাহতের পর সোমবার সন্ধ্যায় কাদের মির্জার অনুসারী রাসেল উপজেলা আওয়ামী লীগ কমিটির অনুসারী শাকিল ও রহিমের চক্ষু হাসপাতালে হামলা চালায়। এ সময় রহিম ও শাকিল প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের অনুসারী ও কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করে বলেন, হাসপাতালের সামনে সংঘর্ষ শেষে কাদের মির্জার সশস্ত্র ক্যাডার বাহিনী ছাত্রলীগ কর্মী শাকিলের বাড়িতে হামলা চালিয়েছে।

এ বিষয়ে কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে অপর একজন ফোন রিসিভ করলেও, কাদের মির্জা ওই মুহূর্তে কথা বলতে পারবেন না বলে জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, দলীয় কোন্দলের জের ধরে হামলা ও সংঘর্ষ হয়েছে। কাদের মির্জার অনুসারী রাসেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।