Home আন্তর্জাতিক মিয়ানমারে ফিরতে চায় না আশ্রয় নেয়া পুলিশ সদস্যরা

মিয়ানমারে ফিরতে চায় না আশ্রয় নেয়া পুলিশ সদস্যরা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারে ফিরলেই সেনারা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেয়ার শঙ্কায় নিজ দেশে ফিরতে চায় না ভারতের মিজোরামে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৪ পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা। সুরক্ষার খাতিরে তাই মিজোরামেই নিরাপদ আশ্রয় চায় তারা।

মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলন রুখতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে জান্তা সরকার। এ কাজে ব্যবহার করা হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীকে। এ পর্যন্ত দুই শতাধিকের বেশি আন্দোলনকারী তাদের হাতে নিহত হয়েছে।

তবে, জান্তা সরকারের বিরোধিতাও করেছে দেশটির বেশকিছু পুলিশ সদস্য। তাদের আদেশ অমান্য করে পালিয়ে গেছে দেশ থেকে। আশ্রয় নিয়েছে ভারতের মিজোরামে।

ভারতে আশ্রয় নেয়া মিয়ানমারের এক পুলিশ কর্মকর্তা জানান, সেনাবাহিনীকে সমর্থন না করলেও আমাদের নিজ পরিবারের সদস্যদেরও গুলি করার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু আপনজনদের আঘাত করতে চাই না। তাই মিজোরামে পালিয়ে আসি।

প্রতিবেশি দেশে আশ্রয় নেয়া এই মানুষগুলো এখন নিজ দেশে ফিরে যেতে তাদের ভয়। এদের শঙ্কা, মিয়ানমারে ফিরলেই মুখোমুখি হতে হবে সেনাদের অত্যাচারের। বর্তমানে মিজোরামের স্থানীয়দের মানবিক সহায়তায় দেয়া আশ্রয় ও খাবারে দিন পার করছে তারা।

ভারতে আশ্রয় নেয়া মিয়ানমারের আরেক পুলিশ সদস্য বলেন, আমাদের পরিবারগুলোকে মিয়ানমারে রেখে এসেছি। জানি না তাদের সাথে আর কখনো দেখা হবে কিনা। মিয়ানমারে আর ফিরে যেতে চাই না। সেখানে গেলে নিশ্চিত আমাদের মেরে ফেলবে।

গেল সপ্তাহে মানবিক কারণ উপেক্ষা করে, মিয়ানমারের নাগরিকদের ভারত প্রবেশে বাঁধা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে আশ্রয় নেয়াদের জন্য তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে মার্চের শুরুতে, পালিয়ে আসাদের ফেরত চেয়ে ভারতের কাছে একটি চিঠি পাঠায় মিয়ানমারের জান্তা সরকার।