Home আন্তর্জাতিক মিয়ানমারে ৬০ সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিয়ানমারে ৬০ সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারে জান্তা শাসনের বিরোধিতা করায় অন্তত ৬০ জন সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম তারকা, সংগীতশিল্পী ও মডেল রয়েছেন।

তাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর মধ্যে মতবিরোধ প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশজুড়ে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। দুই মাসের বিক্ষোভে মৃত্যুসংখ্যা বেড়ে ৫৫৭ হয়েছে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এদিকে মিয়ানমারের ১০টি শীর্ষ বিদ্রোহী সশস্ত্র সংগঠন দেশটিতে চলমান সেনাবিরোধী বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে।

শনিবার মিয়ানমারের ১০টি বিদ্রোহী সংগঠন ভার্চুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তারা বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নিন্দা করে।

বিদ্রোহী রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেটের নেতা জেনারেল ইয়াউদ সের্ক বলেন, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

গেল সপ্তাহে জাতিগত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সামরিক সরকার এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা প্রসঙ্গে ইয়াউদ সের্ক বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তারক্ষীদের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ওপরও কোনো সহিংসতা চালানো যাবে না।’

১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা। এর পরিপ্রেক্ষিতে হত্যা, আটক ও নির্যাতনের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করছে নিরাপত্তারক্ষীরা।