Home চট্টগ্রাম মুক্তিপণ দাবির পরদিন পাওয়া গেল কিশোরের বস্তাবন্দি লাশ

মুক্তিপণ দাবির পরদিন পাওয়া গেল কিশোরের বস্তাবন্দি লাশ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ‍পরিবারের কাছে মুক্তিপণ দাবির পরদিনই পাওয়া গেল কিশোরের বস্তাবন্দি লাশ। হতভাগ্য কিশোরের নাম আব্দুল্লাহ। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদারের বড় ছেলে।

১৩ বছর বয়সী আবদুল্লাহ ঝালকাঠির মঠবাড়িয়া উপজেলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ছুটিতে চট্টগ্রামে বাবা-মার কাছে এসেছিল সে। তারা বাবা ও মা দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। নগরীর সিমেন্ট ক্রসিং আলী শাহ মাজার এলাকায় বাস। স্বজনদের অভিযোগ, আবদুল্লাহকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার থানায় জিডি করলেও উদ্ধারে ব্যবস্থা নেয়নি পুলিশ।

বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল আবদুল্লাহ। পুলিশকে তা অবহিত করা হয়েছিল। আবদুল্লাহর স্বজনরা জানান, নিখোঁজের পর  অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। ধারণা করা হচ্ছে মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হামিদ আলী টেন্ডল বাড়ি সড়কের দু’টি বিল্ডিয়ের মাঝের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন বলেন, কিশোর আব্দুল্লাহ বুধবার থেকে নিখোঁজ ছিলো। আমরা তাকে জীবিত উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। বেলা ১১টার দিকে হামিদ আলী টেন্ডল বাড়ি সড়কের দু’টি বিল্ডিয়ের মাঝে শুকনো ড্রেনে তার মরদেহ পাওয়া যায়। আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে।মযনাতদন্তের রিপোর্ট পেলে তা নিশ্চিত হওয়া যাবে।