চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ মানিক আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ মানিক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ। শোক বার্তায় তিনি বলেন- যশোরে জন্মগ্রহণকারী শেখ মানিক পটিয়া ১নং সেক্টরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মরহুম জীবদ্দশায় অত্যন্ত সাহসিকতার সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নির্লভ প্রকৃত দেশ প্রেমিককে হারিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি