Home বিনোদন খুলনায় বাঙলা মূকাভিনয় কর্মশালা

খুলনায় বাঙলা মূকাভিনয় কর্মশালা

খুলনা: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর খুলনা বিভাগে বাঙলা মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালাটির কোর্স পরিচালক হিসাবে থাকবেন মূকাভিনয় চিন্তক ও মাইম আইকন কাজী মশহুরুল হুদা। তিনি সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে ক্লাস পরিচালনা ও কর্মশালা মনিটরিং করবেন। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে থাকবেন রিজোয়ান রাজন। তাছাড়া শিল্পবোধ, গল্পের সৌন্দর্য ও গল্পের বুনন বিষয়ে প্রশিক্ষণ দিবেন কবি শাহেদ কায়েস। মূকাভিনয়ের আবেগ অনুভূতির প্রকাশ, তাল-লয়-ছন্দ বিষয়ে প্রশিক্ষণ দিবেন আল মাসুম সবুজ।

সীমিত সংখ্যক বাছাইকৃত নাট্যকর্মীদের নিয়ে তিন দিন ব্যাপী কর্মশালাটি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে। সফলভাবে কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ দেয়া হবে। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে রূপান্তর থিয়েটার ও খুলনা জেলা শিল্পকলা একাডেমি। সমন্বয়কারীর দ্বায়িত্ব পালন করছেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।

কর্মশালার ব্যাপারে বিস্তাারিত জানতে ও নিবন্ধন করতে ০১৭১৭৫৫৬১০৩ এ নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে সফলভাবে কর্মশালা সম্পন্ন করেছে।

-সংবাদ বিজ্ঞপ্তি