Home সারাদেশ মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন চা’নবাবগঞ্জে

মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন চা’নবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান রাজাবাবু: ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাতীয় যুব জোট-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
তারা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি বন্ধে দ্রুত উদ্যেগ নেওয়ার দাবি জানিয়ে বলেন, রেশনের মাধ্যমে পণ্য বিতরণ, টিসিবি’র পণ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সব স্তরের মানুষের জন্য নিশ্চিত করা, ভোজ্যতেল, জ্বালানি তেল ও গ্যাস-বিদ্যুতে ভূর্তকি বাড়ানো এবং নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।