Home আন্তর্জাতিক মেক্সিকোতে গণটিকাদান শুরু বৃহস্পতিবার

মেক্সিকোতে গণটিকাদান শুরু বৃহস্পতিবার

মেক্সিকো: করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম মেক্সিকো। সংক্রমণ হার অনুযায়ী দেশটিতে করোনায় মৃত্যু অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে ১৩ লাখ সাড়ে ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১ লাখ সাড়ে ১৯ হাজার মানুষ।

তাই আর কালক্ষেপণ না করে বৃহস্পতিবার করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান শুরু করবে মেক্সিকো।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির হেলথ আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গাতেই এ কথা জানান। খবর: এএফপি।

তিনি টুইটারে বলেন, আগামীকাল বুধবার (স্থানীয় সময়) সার্স-কভ-২ এর বিরুদ্ধে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছাবে। … বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর টিকাদান শুরু হবে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক