Home Second Lead মেছোবাঘ মেরে ফটোসেশন

মেছোবাঘ মেরে ফটোসেশন

বাঁশখালীতে মেছোবাধ হত্যা করে ফটোসেশন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে জনতার পিটুনিতে প্রাণ হারাল একটি  মেছোবাঘ। বাঁশখালী উপজেলার পূর্ব বাঘমারা গ্রামে পিটিয়ে হত্যা করা হয়েছে মেছোবাঘটিকে।  স্

থানীয় বিভিন্ন সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পূর্ব বাঘমারা গ্রামে  মেছোবাঘটিকে দেখে একদল যুবক দা, লাঠি নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে নাগালে পেয়ে পিটিয়ে হত্যা করে। এরপর ‘বীরত্ব’ দেখাতে যুবকদের একের পর একজন কাঁধে নিয়ে ফটোসেশনে মেতে উঠে। খবর পেয়ে চতুর্দিক থেকে লোকজন তা দেখতে ভিড় জমায় সেখানে।

পূর্ব বাঘমারা গ্রামে অদূরে খালের ঝোপঝাড়ে বেশ কয়েকটি মেছোবাঘ রয়েছে। এগুলো সুযোগ বুঝে লোকালয়ে ঢুকে কৃষকের মুরগি, ছাগল খেয়ে ফেলে। স্থানীয়রা জানান, তারা মেছোবাঘের বেপরোয়া উৎপাতে অতিষ্ঠ। এ অবস্থায় বুধবার একটা মেছোবাঘকে দেখতে পেয়ে তারা ধাওয়া করে এবং ক্রোধের বশে হত্যা করে।

জলদি অভয়ারণ্য রেঞ্জের একটি টিম গিয়ে সরেজমিনে ঘটনা তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে যে কোনো বন্যপ্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ।