Home Third Lead ভেঙে ফেলা হচ্ছে মেসির ফুটবল ধাত্রীগৃহ ন্যু ক্যাম্প

ভেঙে ফেলা হচ্ছে মেসির ফুটবল ধাত্রীগৃহ ন্যু ক্যাম্প

লিওনেল মেসির ফুটবল ধাত্রীগৃহ বলতে সবাই জানে লা মাসিয়া। বার্সেলোনার জুনিয়র অ্যাকাডেমিতে ছোট্ট লিওর যোগদান, তারপর ক্রমে নিজেকে গড়ে তুলেছেন সেই পাঠশালায়।

টানা ১৬ বছর খেলেছেন বার্সেলোনায়। মেসির যাবতীয় উত্থান যে পাঠশালা থেকে সেখানকার মাঠ ন্যু ক্যাম্প স্টেডিয়াম এবার ভেঙে ফেলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বার্সার ওই ঐতিহাসিক স্টেডিয়ামের সংস্কারের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন।

বার্সা সূত্রে জানানো হয়েছে, ওই নামী স্টেডিয়ামের আমূল সংস্কারের কাজ চলছে। আগামী দু’বছর ধরে চলবে এই সংস্কার। তারপর সেটি বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হিসেবে আবির্ভূত হবে।

১৯৫৭ সালে বার্সার এই স্টেডিয়াম তৈরি হয়েছিল। প্রায় এক লক্ষ দর্শক খেলা দেখতে পারেন এই মাঠে বসে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি বলে জানিয়েছে ক্লাব। প্রায় দেড় লক্ষের মানুষের বসার ব্যবস্থা হবে।

ন্যু ক্যাম্প মেসির কাছে আবেগের মাঠ। এই মাঠেই তাঁর পা পড়েছিল মাত্র ১৩ বছর বয়সে। তারপর বার্সার হয়ে নানা সোনালি স্মৃতি। বার্সা সূত্রে জানানো হয়েছে, ন্যু ক্যাম্প ১০০০ দিনের মধ্যে তৈরি হয়ে যাওয়ার পরে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। সেই ম্যাচে খেলার আমন্ত্রণ জানানো হবে মেসিকে।