Home সারাদেশ মেহেরপুরে লকডাউন: সেনাবাহিনী বিজিবি টহল জোরদার

মেহেরপুরে লকডাউন: সেনাবাহিনী বিজিবি টহল জোরদার


মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ:
গাংনীতে লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি,স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপি পুলিশ,সেনাবাহিনী-বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান।
ঔষধ ও খাদ্য সামগ্রীর দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ । মানুষের চলাচল সীমিত।
এদিকে লকডাউনের কারণে ভ্যান ,রিক্সা ও সিএনজিসহ অন্যান্য যানবাহনের চালকরা পড়েছে বিপাকে। তবে ইতােমধ্যে সরকারিভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের খাদ্য সামগ্রী দেয়ার জন্য তালিকা তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।
শহরে লকডাউন কার্যকর হলেও গ্রামাঞ্চলের মানুষ লকডাউন পালনে অনিহা দেখাচ্ছে। গ্রামাঞ্চলের মানুষ রীতিমত মাঠে-ঘাটে কাজ করে বেড়াচ্ছে।