বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রি-এজেন্টের মোড়কে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এসময় বিপুল পরিমাণ জাল, মেয়াদোত্তীর্ণ ও নকল মেডিকেল কিট এবং রি-এজেন্ট জব্দ করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট ও রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।