Home গাড়িবাজার মোংলায় গাড়ির যন্ত্রাংশ চুুরিরোধে বারভিডার লোকও থাকবে

মোংলায় গাড়ির যন্ত্রাংশ চুুরিরোধে বারভিডার লোকও থাকবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মোংলা: আমদানি করা গাড়ির যন্ত্রাংশ চুরি রোধে বন্দরের পাশাপাশি বারভিডার লোকও থাকবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে গাড়ি আমদানিকারকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছ্। রবিবার ১৮ অক্টোবর বন্দর কর্তৃপক্ষের সম্মেলন  কক্ষে এই বৈঠক হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান , গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা সভাপতি আবদুল হকসহ অন্যরা ‍উপস্থিত ছিলেন।

বারভিডা বেশ কিছু দাবি জানায়। এগুলোর মধ্যে রয়েছে-বন্দর এলাকায় বারভিডার নিজস্ব অফিস ও রেষ্টহাউসের জন্য জায়গা বরাদ্দ, করোনাকালীন দুযোর্গের কারণে তিন স্টোর রেন্ট  মওকুফ, যন্ত্রাংশ চুরি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি।