Home First Lead মোংলায় বসছে অত্যাধুনিক মোবাইল ক্রেন

মোংলায় বসছে অত্যাধুনিক মোবাইল ক্রেন

অত্যাধুনিক ক্রেনবাহী জাহাজ মোংলার জেটিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: মোংলা বন্দরে বসছে দু’টি মোবাইল ক্রেন। এগুলো দিয়ে একসঙ্গে ৪০ টন পণ্য খালাস করাসহ নানা সুবিধা পাওয়া যাবে। মোবাইল ক্রেন হওয়ায় জেটির অভ্যন্তরের যে কোনো স্থানে পণ্য খালাসের মতো সুবিধা পাওয়া যাবে।

ঢাকার ম্যাক্সন পাওয়ার লিমিটেড কোম্পানি ক্রেন দুটি সরবরাহ করেছে। দাম প্রায় ৫৫ কোটি টাকা।

৯ নম্বর জেটিতে মঙ্গলবার ১৫ জুন ক্রেনদুটি নিয়ে এসেছে জার্মানির পতাকাবাহী এমভি উইবকি জাহাজ। জার্মানি থেকে প্রথমবারের মতো আনা হয়েছে মাল্টিপারপাস ক্রেনদুটি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘উইবকি’  জাহাজটিতে মাল্টিপারপাস মোবাইল ক্রেনের মোট ৭৩ প্যাকেজসহ অন্যান্য যন্ত্রাংশ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই এই পণ্য খালাস করে তা দ্রুত জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি সেট বা প্রস্তুত করা হবে। একই সঙ্গে এই ক্রেন দিয়ে কাজ করার নিয়মাবলি নিয়ে প্রশিক্ষণ দেবেন ওই জার্মান প্রকৌশলীরা।

বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান মিনা জানান, দেড় মাস আগে যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড বন্দর থেকে ক্রেন দুটি নিয়ে জাহাজটি ছেড়ে আসে। জার্মানের রকস্ট্রক ফ্যাক্টরিতে সে দেশের লিভার কোম্পানি এই ক্রেন দুটি  তৈরি করে।