বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া:কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে বাসের চাকায় পিষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বটতৈল এলাকায় শনিবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। আহত হয়েছেন মিজানুররহমান (২৭)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,দূর্বাচারা গ্রাম থেকে এক মোটর সাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ।
নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। ৩ জনই কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজে চাকরি করেন।