১১ ব্যক্তিকে ৪৭ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম:সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন ফেরদৌসী-এর নেতৃত্বে নগরীর কোতোয়ালী ও চকবাজার থানাধীন সিরাজ-উদ-দৌল্লা রোড, আন্দরকিল্লা, রহমতগঞ্জ ও চন্দনপুরা এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় রাস্তায় দোকানের অংশ বর্ধিত করায়, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু এবং ৪৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালী ও চকবাজার থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।