Home বিনোদন প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন মৌনী

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন মৌনী

মৌনী রায়। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল মৌনী রায় নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাঁর চেহারার পরিবর্তন নিয়েও উঠেছে প্রশ্ন। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মৌনী। যেখানে তাঁকে ‘প্লাস্টিক সার্জারি’র বিষয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বলেন, ‘এই ধরনের জল্পনা-কল্পনা চলতেই থাকে। আমি একেবারেই উদ্বিগ্ন নই।’

আসন্ন ছবি ‘ভূতনী’র ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন মৌনী। সেখানেই তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। ক্যামেরায় ধরা পড়ে মৌনীর চেহারার অসঙ্গতি। একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী মুখের গড়ন। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গিয়েছে মুখের আদল। তাঁর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনও ছিল না। নেটিজেনদের নজর পড়েছে মৌনীর ঠোঁটেও। বদলে গিয়েছে নায়িকার ঠোঁটের গড়ন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনী।‌ নেটাগরিকদের মতে এবারের সার্জারি মোটেই সফল হয়নি তাঁর। তাই বদলে গিয়েছে তাঁর মুখের গড়ন। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন মৌনী।
আগামী ছবি ‘দ্য ভূতনি’র প্রচারে এসে কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনী। ‘প্লাস্টিক সার্জারি’র নিয়ে মৌনীকে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বলেন, ‘এই ধরনের জল্পনা চলতেই থাকে। আমি উদ্বিগ্ন নই। মৌনীর কথায়, ‘আমি এসব নিয়ে ভাবি না। পর্দার আড়াল থেকে বসে কেউ ট্রোলিং করে এবং সেটাকেই ভালো কাজ বলে মনে করে, তা হলে সেটাই করুক।