Home অন্যান্য মৌলভীবাজারে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মৌলভীবাজারে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: আসন্ন দুর্গাপূজার বোনাস, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের সবকটি বাগানের চা-শ্রমিকরা প্রতিদিন দু’ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১২ অক্টোবর ) তাদের কর্মবিরতির ৭ম দিনে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। বাগানেই তারা কর্মসূচি পালন করছেন।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তারা কাজ থেকে বিরত থাকছেন।

শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগানের শতাধিক শ্রমিক মন্দির এলকায় অবস্থান নেন। পরে সবাই একত্র হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

একইভাবে মৌলভীবাজারের আলীনগর, শমসেরনগর, ফুলছড়া, খজুরিছড়া, হাবিব চা-চাগান, গাজীপুর চা-বাগানসহ প্রায় সবকটি বাগানেই সপ্তম দিনের মতো শ্রমিকরা আন্দোলন করছেন।

শ্রমিকরদের কয়েকজন জানালেন, তাদের পাঁচ-ছয়জনের একটি পরিবারে একজন রোজগারি। এ অবস্থায় ১০২ টাকা মজুরিতে সংসার চালানো সম্ভব হচ্ছে না। মজুরি না বাড়ালে চলা কষ্টকর। এটি তার ন্যায্য দাবি। এসব শ্রমিকদের এখন একটাই দাবি পূজার আগে মালিকপক্ষ থেকে তাদের বেতন বোনাস ও মজুরি বৃদ্ধির ঘোষণা করতে হবে।

এ ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, চা-বাগান মালিকপক্ষ তাদের এ দাবি বাস্তবায়ন না করলে সারাদেশের চা-শ্রমিকরা রুটিরুজির দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামে ডাক দিতে বাধ্য হবে। তখন পরিস্থিতি সবার অনকূলের বাইরে চলে যাবে।

তিনি এ ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

চা-শ্রমিক কেন্দ্রীয় নেতা পরেশ কালেন্দি জানান, শ্রমিক ইউনিয়ন ২০ দফা দাবি চা-সংসদের কাছে তুলে ধরেছিল। কিন্তু আজ ২২ মাস অতিবাহিত হওয়ার পরও কোনো সুরাহা হয়নি। ফলে শ্রমিকরা বাধ্য হয়েই আন্দোলনে গেছেন।