মৌলভীবাজার থেকে তিমির বনিক: সীমান্ত জেলা মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রামণ।
বৃহস্পতিবার এ জেলার সংক্রমণের হার ৪২ শতাংশ। জেলার সাতটি উপজেলা থেকে ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ল্যাব থেকে সন্ধ্যায় আসা রির্পোটে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন ডা. চৌধূরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, ৯৩ জনের মধ্য ৩৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। সংক্রমণ হার ৪২ শতাংশের কাছাকাছি। বুধবারে ছিল ১২.৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবারে সংক্রমণ হার ছিল ৩৯.৫।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে আগামী রবিবার জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভার সিন্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিন দিনে জেলার শ্রীমঙ্গল উপজেলার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার একদিনেই ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। রাতেই উপজেলা প্রশাসন থেকে শহরে মাইকিং করে জনগনকে স্বাস্থ্যবিধি পালনের জন্য অনুরাধ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উচ্চ সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। এই ভাইরাস মোকাবেলার প্রধান হাতিয়ার হলো মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা। মাইকিং করে সবাইকে সচেতন করা হচ্ছে। এতেও যদি মানুষ সচেতন না হয় তা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।