Home কৃষি মৌসুমী ফল: চাহিদা বেড়েছে মাল্টা কমলার

মৌসুমী ফল: চাহিদা বেড়েছে মাল্টা কমলার

ফলমন্ডি থেকে তোলা। ছবি: জাহাঙ্গীর আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীতে ফলের বৃহত্তম পাইকারি বাজার স্টেশন রোডের ফলমন্ডি। বিভিন্ন স্থানে ফলের সরবরাহ হয় এখান থেকে।

করোনার সময় বাজারে ফল তেমন বেচাকেনা হয়নি। তবে, এখন আবার জমজমাট হয়ে উঠেছে। বিদেশি ফলের পাশাপশি রয়েছে দেশি ফল। চাহিদা বেড়েছে মাল্টা-কমলার।

দেশি বিদেশি ফলের মধ্যে রয়েছে- চীনের জাম্বুরা ও লাল আঙ্গুর, মিশরের আম, কাশ্মীর এবং দক্ষিণ আফ্রিকার আপেল, ভারতের আনার, দেশি কাজী পেয়ারা, পার্বত্য অঞ্চলে ‍উৎপাদিত ফল ড্রাগন,  ফল পাকা পেঁপে, কমলা ইত্যাদি। দাম তুলনামূলকভাবে কিছুটা কম হওয়ায় মাল্টা-কমলার চাহিদা  বেশি। তবে আপেলের দাম বাড়তি। তাই চাহিদা কিছুটা কম।

পাইকারি ব্যবসায়ীরা জানান, মাল্টার কার্টুন (প্রায় ১৫ কেজি) মানভেদে  ১ হাজার ৮শ’ টাকা থেকে ২ হাজার ২শ’ টাকা পর্যন্ত। চীনের কমলার কার্টুন (১০ কেজি) ৯০০ টাকা ।  চীনের লাল আঙ্গুরের কার্টুন  ( ৭ কেজি ) ১ হাজার ৩৫০ টাকা।

পার্বত্য অঞ্চলের ফল ড্রাগনের কেজি ৪০০ টাকা। ৪ হাজার টাকায় বিক্রি হচ্ কার্টুন । দু’সপ্তাহ আগে কাশ্মীর থেকে আমদানি করা আপেলের কার্টুন ২ হাজার ৪শ’ টাকা। বর্তমানে ২ হাজার ৭শ’ টাকা।

অপরদিকে দক্ষিণ আফ্রিকার আপেলের  কার্টন (২০ কেজি) ১হাজার ৮শ’ টাকা থেকে কমে ১ হাজার ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। মিশর থেকে আমদানি করা আমের দাম এক কার্টন (১০ কেজি) ৪ হাজার টাকা, ভারত থেকে আমদানি করা আনারের দাম মানভেদে কেজি প্রতি ১৮০ থেকে ৩০০ টাকা বিক্রি চলছে।

এছাড়া পার্বত্য অঞ্চলের জাম্বুরা পিছ প্রতি ১৫ টাক , ঝিনাইদহ এবং রাজশাহী থেকে আসা কাজী পেয়ারা বর্তমানে কেজি প্রতি ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। দেশি পাকা পেঁপের দাম প্রতি পিছ ৩০-৫০ টাকা। দেশীয় মাল্টা ,বাঁশখালীর কমলার কেজি ৫০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, গড়ে প্রতিদিন এই মার্কেটে দেশীয় ফলের আমদানি নিয়ে ৩০ থেকে ৪০টি ট্রাক প্রবেশ করে। এছাড়া আমদানিকৃত ফলের সরবরাহ নিয়ে আসে ২০ থেকে ৩০ ট্রাক। করোনার পর বাজার কিছুটা সচল হয়েছে। খুচরা ব্যবসায়ীরা ফল কিনছেন ও পরিবহনে পৌঁছাতে পারছেন। বাজারে দেশি ফলের চেয়ে বিদেশি ফলের চাহিদা  বেশি। আবার যে সকল ফলের মৌসুম শেষের দিকে, সেগুলোর দাম বেশি। মাল্টার মৌসুম না থাকাতে দাম বেশি। কমলায় প্রতি কার্টুনে ৩শ’ টাকা দাম কমেছে। আপেলের মৌসুম শেষদিকে হওয়ায় প্রতি কার্টুনে ৩০০-৫০০ টাকা বেড়েছে।

হাটহাজারী থেকে আসা খুচরা ফল ব্যবসায়ী মো. লোকমান বলেন, ফলমন্ডি থেকে সব সময় ফল কিনতে আসি। মৌসুম শেষ হওয়াতে কিছু কিছু ফলের দাম বেড়েছে। তবে, কমলার দামটা একটু কম ।