Home আকাশপথ যাত্রীদের জন্য কোভিড ট্রাভেল পাস

যাত্রীদের জন্য কোভিড ট্রাভেল পাস

বিজনেসটুডে২৪ ডেস্ক

আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে সকল যাত্রীদের জন্য মার্চের শেষ দিকে কভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)।

বুধবার (২৪ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়।

এই কোভিড পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে। এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে।

করোনা ভাইরাস মহামারির কারণে কিছু দেশ এখনো ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে ক্ষতির মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন শিল্প।

এছাড়া ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (এসিএও) হিসাবে করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে সারা বিশ্বের এয়ারলাইন শিল্পে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩৭ হাজার কোটি ডলার।