দিলওয়ার হাসান
যাযাবরের দৃষ্টিপাত l বহুল পঠিত বই l আজ থেকে ৭৪ বছর আগে প্রকাশিত। ছবির এই সংস্করণটি ১৩৬৩ সালে প্রকাশিত ২৩ তম মূল সংস্করণ। প্রকাশক নিউ এজ পাবলিসারস। দাম ছিল ৩ টাকা। বইটির বহু ধরনের সংস্করণ এখন পাওয়া যায়।
১৯৭২ সালে প্রথম এই বই পড়ে দিল্লির শহর, নিজাম উদ্দিন আওলিয়া, দেশভাগ, ইতিহাস, রাজনীতি, সাংবাদিকতা, ব্যর্থ প্রেম ইত্যাদি সম্পর্কে জানতে পারি। বইটি আমি অনেক বার পড়েছি, এখনও পড়ি।
বইয়ের শুরুতে একটি নিবেদন আছে : … লেখকের যে সাহিত্যিক প্রতিভার আভাস আছে, হয়তো উত্তরকালে বিস্মৃততর সাহিত্য চর্চার মধ্যে একদা তাহা যথার্থ পরিণতি লাভ করিতে পারিত l গভীর পরিতাপের বিষয়, কিছুকাল পূর্বে এক আকস্মিক দুর্ঘটনায় তাহার অকালমৃত্যু সেই সম্ভাবনার উপরে নিশ্চিত যবনিকা টানিয়া দিয়াছে।…
আসলে বিষয়টি সত্য ছিল না। প্রকাশকের এক অদ্ভুত প্রচার কৌশল ছিল । এরপর যাযাবর অনেক দিন বেচে ছিলেন ও আরও বেশকিছু মূল্যবান রচনা উপহার দিয়েছিলেন।
দৃষ্টিপাতের যে শৈলীতে লেখা তা আমার কাছে এখনও আধুনিক মনে হয় যা প্রাসাদগুণ ও রসে ভরপুর। জানি আপনাদের অনেকেরই পড়া আছে, তবুও পুনরায় আস্বাদনে অরুচি হবে না আশা করি :
কোমলহৃদয় বলে আমার খ্যাতি নেই l কিন্তু আধারকারের জন্য সত্যিকার বেদনা বোধ করলেম হৃদয়ে। সুনন্দl ব্যানার্জি আজ কোথায় আছেন জানিনে। অনুমান করছি, এতোদিনে তার যৌবন হয়েছে গত, দেহ বিগতশ্রী, দৃষ্টি বিদ্যুদহীন এবং কপোলের রেখা গুলি প্রচুর প্রসাধন প্রলেপের দ্বারাও আজ আর কোনোমতেই গোপনসাধ্য নয়। কোনো দিন কোনো এক অবকাশ মুহূর্তে বহুবর্ষ আগেকার এক মারাঠী ব্রাহ্মণের চরম নিরবুদ্ধিতার কথা স্মরণ করে ক্ষণেকের জন্যও তার মন উন্মনা হয় কিনা, সে কথা আজ জানার উপায় নেই l..