বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক-এর নেতৃত্বে আজ বুধবার নতুন একটি জোটের ঘোষণা দেয়া হবে। নাম হবে ‘যুক্তফ্রন্ট’। বিভিন্ন সূত্র মনে করছে যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম-এর নয়া জোট গঠনের উদ্দেশ্য বিদ্যমান সংবিধানের আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার প্রস্তুতি। অবশ্য তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন যে সরকারবিরোধী আন্দোলনের জন্য নয়া জোট, ভোটের জন্য নয়। সংবাদ সম্মেলনে তা খোলাসা করা হবে।
বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হচ্ছে। বিএনপির সাথে আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলোর কয়েকটি থাকবে জোটে। কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব নতুন জোট গঠনের বিষয়টি জানিয়ে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে। আমরা নতুন ধারায় আন্দোলন করব। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল জোটে যুক্ত হবে পরবর্তীতে।
নির্বাচনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, আলোচনা চলছে।