Home First Lead যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র

যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজার নিয়ে যৌথ গবেষণার জন্য এফবিসিসিআই ও এইচএসবিসি’র মধ্যে একটি এমওইউ স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন যুক্তরাজ্যের কার্ডিফে ওয়েলসের সমাজসেবাবিষয়ক উপমন্ত্রী জুলি মরগানের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত সোমবার অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশই এখন সবচেয়ে বেশি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে মুনাফা প্রত্যাবাসন, কর অবকাশ এবং মূলধনী যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানি। সরকারের সুযোগ-সুবিধা এবং দক্ষ শ্রমশক্তির কথা বিবেচনা করে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান।

একইদিনে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কার্ডিফে এফবিসিসিআই ও দেশটির দুই ব্যবসা সংগঠনের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হয়। এফবিসিসিআইর সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং চেম্বার ওয়েলসের সভাপতি পল সেলভিন এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আলীম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন বলেন, যুক্তরাজ্যে বাজারের উপযোগী বহু পণ্য তৈরি করে বাংলাদেশ। তাই বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হলে, দুই দেশেরই ভোক্তা এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং রপ্তানি বহুমুখীকরণের পথ প্রশস্ত হবে। একই সঙ্গে দুদেশের উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে। তনি চেম্বার ওয়েলস এবং ওয়েলসবাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশি পণ্যের প্রতি যুক্তরাজ্যের ভোক্তাদের আগ্রহী করে তুলতে আহ্বান জানান ।