Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে মোডারনার টিকার অনুমোদন

যুক্তরাষ্ট্রে মোডারনার টিকার অনুমোদন

যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মোডারনার উদ্ভাবিত ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এক দিন আগে বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সুপারিশের পর গতকাল শুক্রবার রাতে এমন অনুমোদনের কথা জানানো হয়েছে। এর আগে মোডারনা তাদের এ টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ বলে ঘোষণা করে।

অনুমোদনের পর মার্কিন প্রতিষ্ঠানটি থেকে ২০০ মিলিয়ন ডোজ টিকা কিনছে যুক্তরাষ্ট্র সরকার। অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে ৬ মিলিয়ন ডোজ সরবরাহ করবে সংস্থাটি।

এরইমধ্যেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। গত সপ্তাহে এফডিএ টিকাটির ব্যবহারে অনুমোদন দেয়।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যু দুটোই বেশি দেশটিতে। এদিকে ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ৩ লাখ ২০ হাজার।

এফডিএ পক্ষ থেকে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেক টিকার পর এটিই হবে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর দ্বিতীয় টিকা। বিশেষজ্ঞরা দাবি করেছেন, জরুরি চিকিৎসায় মডার্নার টিকা দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করবে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক