যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে টিকাবিরোধী একটি দল টিকাদান কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ।
শনিবার (৩০জানুয়ারি) কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র।
করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গণহারে টিকা কার্যক্রম চলছে। বয়স্কদের সবার আগে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিককে টিকা দেয়া হবে বলে আবারও জানিয়েছে বাইডেন প্রশাসন।
তবে, ভিন্ন চিত্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। টিকাবিরোধী একটি দল এখানে বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে বাধ্য হয়ে কর্তৃপক্ষ কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
-বিজনেসটুডে২৪ ডেস্ক