Home অন্যান্য যুবদল নেতা দিপ্তির পিতা আর নেই

যুবদল নেতা দিপ্তির পিতা আর নেই

হাবিবউল্লাহ ফরাজি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তির পিতা আলহাজ হাবিবউল্লাহ ফরাজি আজ সোমবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৮৯ বছর।

হাবিবউল্লাহ ফরাজি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি রেলওয়েতে চাকরি করার পর অবসর নেন।

বার্ধক্যজনিত নানা শারিরীক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। সেই সঙ্গে করোনা উপসর্গ দেখা দেয় সম্প্রতি। পারিবারিক সূত্র জানায়, আকবর শাহ এলাকায় দিপ্তির বাসায় মারা গেছেন। লাশ দাফনের জন্য নোয়াখালী জেলার  সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। সেখানে অনেক আগে তিনি নিজের কবরের জন্য স্থান নির্ধারণ করে রেখেছেন।

এদিকে, মোশাররফ হোসেন দিপ্তির পিতার ইন্তেকালে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।