বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর: ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে এক গৃহবধূকে মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী,শাশুড়ী, ননদের বিরুদ্ধে এই অভিযোগ। ননদকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনা চররমনী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের। জানা যায়, সাড়ে ৩ বছর আগে তাদের বিয়ে হয়। কিছুদিন অতিবাহিত হলেই তার শশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। তা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার শাশুড়ী, ননদ ও স্বামী হাসান। রবিবার রাতে একই দাবিতে স্বামী, শাশুড়ী ও ননদ তাকে মাথা ন্যাড়া ও নির্যাতন করে ঘরে আটক করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে। বর্তমানে ওই নারী পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী, স্বজন ও এলাকাবাসী।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে সবাই। ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ।
মনির হোসেন সজীব জানান, যৌতুকের জন্য প্রায় ওই গৃহবধূকে নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে তার মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশকে বিষয়টি জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ জানান, এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে।