সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: দিনাজপুরের বিরামপুর- নবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) এই ঘোষণা দেন।
এ কে এম ওহিদুন্নবী গত ২১ জুন ২০২১বিরামপুর সার্কেলের যোগদান করেন। অত্র সার্কেলে যোগদানের পর প্রতিমাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলা রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখাসহ সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে সার্কেলের বিরামপুর ও নবাবগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও সভায় দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১২তম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এবং শ্রেষ্ঠ ওসি দিনাজপুরের বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত নির্বাচিত হয়েছেন।
এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী বলেছেন, আজকের এই স্বীকৃতি আমাকে প্রেরণা জোগাবে। আমার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর ছিলাম, এখনও আছি। বিশেষ করে মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।