Home ব্যাংক-বিমা রপ্তানিকারকদের নীতি সহায়তার সময়সীমা বাড়ল

রপ্তানিকারকদের নীতি সহায়তার সময়সীমা বাড়ল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাকালীন অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে আরও তিন মাস বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের দেওয়া রপ্তানিকারকদের জন্য নীতি সহায়তার সময়সীমা। এতে রপ্তানিকারকরা সামনের ৩০ জুন পর্যন্ত এই নীতি সহায়তা পাবেন।

রবিবার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিকারকদের নীতি সহায়তা দেওয়ার কথা থাকলেও বিশ্ব প্রতিযোগিতায় রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বাড়াতে তিন মাস সময় বাড়ানো হয়েছে। নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে।

এছাড়া প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়ানোর সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।