Home First Lead রমজানে পণ্যের ঘাটতি হবে না, দাম বাড়বে না

রমজানে পণ্যের ঘাটতি হবে না, দাম বাড়বে না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: এবার রমজান মাসে কোন পণ্যের ঘাটতি হবে না এবং দাম বাড়বে না। এ লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি পর্যায়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে প্রয়োজনের দ্বিগুন পণ্য সরবরাহ করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে সফররত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের  এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ-ভারতের বাণিজ্য ক্ষেত্রে নতুন দ্বার খুলে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। রেলপথ চালুর ফলে উভয় দেশের বাণিজ্য সহজ হয়েছে। বাণিজ্য ক্ষেত্রে চলমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে উভয় দেশের বাণিজ্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে এমন কিছু করতে, যা উভয় দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাববে। বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বর্ডার হাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এ বর্ডার হাটের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি বর্ডার হাট উদ্বোধন করা হবে। যে সব পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং আরোপ করা আছে, আলোচনার মাধমে সেগুলোর বিষয়ে যৌক্তিক সমাধান করা হবে।  

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের ফুড প্রসেসিং এবং মোটর ভেহিকেল নির্মাণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।