পশ্চিম বাকলিয়া ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলার লক্ষে ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে রসূলবাগ আবাসিক এলাকার ই-ব্লকে রাস্তার নির্মাণ করছে।
সোমবার (৬ এপ্রিল) রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।
উদ্বোধনকালে শহিদুল আলম বলেন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে যাতে কোন কাঁচা রাস্তা না থাকে সে লক্ষ্যে আমি শতভাগ আন্তরিকতা নিয়ে প্রকল্প গ্রহণের চেষ্টা করবো। মেয়রও বাকলিয়ার আদি ও বর্তমানে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হিসেবে সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরচ্ছিন্নতা আলোকায়নের ক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ডবাসীর সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রসূলবাগ মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ ইসমাঈল, রসূলবাগ সমাজকল্যাণ কমিটির মোহাম্মদ জসিম,ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, এম. তৌহিদুল ইসলাম, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তরুণ সমাজসেবক মোহাম্মদ মাঈনুল কামাল, কর্পোরেশনের সড়ক সুপারভাইজার মো.কামাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের নাহিদ রাজিব, শওকত ইরফান, আফজাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নাজিম দেওয়ান, আলমগীর চৌধুরী, ইয়াসিন টিপু, মুন্না খান, মানিক রাজ, শ্রমিক লীগের ইমন খান, মোহাম্মদ আরিফ, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া ও জয় মহাজন পাপ্পু, মোহাম্মদ ইয়াসিন, হিরু বড়ুয়া, এম আর এ সানি, সাইমন ইসলাম সানি, সাকিব হোসেন। শেষে কাউন্সিলর চাক্তাই বিকল্প খালের রিটেইনিং ওয়ালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি।