২৫ পদে মোট ২১৯ জনকে নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নিয়োগের শেষ দিন মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা:
- সহকারী প্রকৌশলী (সিভিল) ১২
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩
- সহকারী পরিচালক-১২
- সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) ০১
- সহকারী অথরাইজড অফিসার-১০
- সহকারী নগর–পরিকল্পনাবিদ-১১
- সহকারী স্থপতি-০১
- সহকারী আইন কর্মকর্তা-০২
- উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১০
- উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০৩
- প্রধান ইমারত পরিদর্শক-১২
- হিসাবরক্ষক-০১
- তত্ত্বাবধায়ক-০৪
- এস্টেট পরিদর্শক-০৩
- কানুনগো-০১
- ইমারত পরিদর্শক-৫৯
- নথিরক্ষণ কর্মকর্তা-০৬
- সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩
- নিরীক্ষক-০১
- উচ্চমান সহকারী-০৯
- সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২
- ফটোগ্রাফার-০১
- সার্ভেয়ার-৩৭
- অপারেটর-০৩
- লিফটম্যান-০২
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স: নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।