পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির দাবিতে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কমর্সূচি পালন করেছে সংগঠনটির পদপ্রত্যাশীরা।
শনিবার(৩০জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ বলেন, ‘সংগঠনের স্বার্থে অবিলম্বে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির দাবিতে আমাদের এই প্রতীকী অনশন। সংগঠনের গতিশীলতা ও ছাত্রদল নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হোক। দেশজুড়ে ছাত্রদলের চলমান বিশাল কর্মযজ্ঞে আমরাও শামিল হতে চাই, কাজ করার সুযোগ চাই। সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার মাধ্যমেই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই ফ্যাসিবাদী দুঃশাসনকে রুখে দিতে সক্ষম হবো।’
তারা জানান, দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হওয়ার কারণে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নিকট নেতাকর্মীদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু ২০১৯ সালের ১৯ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করলে তাতে রাজপথের অনেক পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর ঠাঁই হয়নি। এতে বাদ পড়া নেতা কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়। এমতাবস্থায় দ্রুত কমিটি বর্ধিত হবে-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এমন আশ্বাসে দলের প্রতি ভালোবাসা এবং কেন্দ্রীয় সংসদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমরা সংগঠন এগিয়ে নিতে এবং গতিশীলতা আনতে সহযোগিতা অব্যাহত রেখেছি।
অনশন কর্মসূচি পালনকারীরা বলেন, ‘সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় মদদপুষ্ট ছাত্রসংগঠনের চলমান হত্যা, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি মোকাবিলায় যেখানে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন সেখানে আমাদের কাজ করার সুযোগের জন্য দাবি করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ২৪ মাস মেয়াদি কমিটির প্রায় ১৭ মাস পেরিয়ে গেলেও আমরা কোনো সাংগঠনিক পরিচয় পাইনি।’
করোনাপূর্ব ও পরবর্তী সময়ে বারবার কেন্দ্রীয় সংসদের সঙ্গে সাক্ষাত করে কমিটি পূর্ণাঙ্গ করার দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে তারা বলেন, সর্বশেষ চলতি বছরের ২১ জানুয়ারি আমরা লিখিতভাবে আমাদের দাবি কেন্দ্রীয় সংসদের নিকট উপস্থাপন করি। কিন্তু বরাবরই আমাদেরকে হতাশ হতে হয়েছে। এমনকি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনা সত্ত্বেও কোনো এক অজানা কারণে কেন্দ্রীয় সংসদ পূর্ণাঙ্গ করা হচ্ছে না। সাংগঠনিক কোনো পরিচয় না পাওয়াতে পারিবারিক ও সামাজিকভাবে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।’
কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. ঝলক মিয়া বলেন, আমরা দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি। ২ ফেব্রুয়ারি আমরা বৈঠকে বসব। সেখানে পরবর্তী করণীয় ঠিক করবো।