Home কক্সবাজার গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, আটক ৪

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, আটক ৪

অস্ত্রকারখানা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রামু ( কক্সবাজার): রামুর ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময়ে আটক করা হয়েছে দুজন অস্ত্র তৈরির কারিগরসহ চারজন। উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

বুধবারভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এ অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেছে। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। র‍্যাবের অভিযান টের পেয়ে কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক পালিয়ে যায়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুজন এবং বসতবাড়ি থেকে দুজনকে আটক করা হয়।