Home First Lead রাশিয়া আলোচনায় রাজি যদি ইউক্রেন সেনারা অস্ত্র ত্যাগ করে

রাশিয়া আলোচনায় রাজি যদি ইউক্রেন সেনারা অস্ত্র ত্যাগ করে

বিজনেসটুডে২৪ ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ  ঘোষণা দিয়েছেন যে তারা আলোচনায় রাজি, যদি ইউক্রেন সেনারা অস্ত্র ত্যাগ করে। তিনি বলেন, ইউক্রেনের ক্ষমতায় নব্য নাৎসীরা থাকুক, তা রাশিয়া চায় না।

তিনি এ কথা বলেছেন বলে জানা যায় শুক্রবার বিকেলে।

খুব শীঘ্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে প্রস্তাব উঠছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি বলেন, রাশিয়ার ওপরে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করেছে ঠিকই, কিন্তু তা রুশ সেনার হানাদারী ঠেকানোর পক্ষে যথেষ্ট নয়। জেলিনস্কি বলেন, এই বিপদের সময় কেউ ইউক্রেনের পাশে নেই। তাঁরা নিজেরাই মাতৃভূমিকে রক্ষার জন্য লড়াই করছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, মলোটভ ককটেল বোমা বানান। শত্রুকে প্রতিরোধ করুন।